গাজা সিটিতে প্রবল চাপের মধ্যেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাতের মধ্যে আন্তর্জাতিক সমালোচনা তোয়াক্কা না করেই এ অভিযান শুরু হলো। এমনকি হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারও এ পদক্ষেপের বিরোধিতা করেছে। অভিযান শুরুর পর হামাস এক বিবৃতিতে জানায়, গাজা সিটিতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে তারা ‘অভূতপূর্ব’ ও ‘বর্বরতাপূর্ণ’ হিসেবে দেখছে। তাদের দাবি, ‘শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয়।’ সংগঠনটির অভিযোগ, গাজায় চালানো এ হামলার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। হামাসের ভাষায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং এগুলো যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি রাজনৈতিক ও সামরিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। তারা যুক্তরাষ্ট্রকে গাজায় ‘গণহত্যা ও জাতিগত নির্মূলের সহায়ক শক্তি’ হিসেবে উল্লেখ করেছে। হামাস...