জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪ উইকেট হাতে থাকা আফগানিস্তানের দরকার ছিল ৩১ রান। এমন পরিস্থিতিতে বোলিংয়ে এসে আগের ৩ ওভারে মোটে ৭ রান দেওয়া নাসুম আহমেদ খরচ করলেন মোটে ৪ রান। ওই ওভারের দ্বিতীয় বলে আবার রান আউট হয়েছেন করিম জানাত (৬)। পরের ওভারের দ্বিতীয় বলে রাশিদ খানকে (১১ বলে ২০ রান) ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে গাজানফরের উইকেটসহ মোস্তাফিজ দিলেন মোটে ৫ রান। তাতে শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার তখন ২২ রান। তাসকিন আহমেদ দুই ছক্কা হজম করলেও শেষ বলে নূর আহমেদকে ফিরিয়ে অলআউট করে আফগানদের। তাতে আফগানিস্তান ১৪৬ রানে গুটিয়ে গেলে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টে সুপার ফোরে ওঠার আশা বেঁচে থাকল লিটন দাসদের। আগামীকাল বৃহস্পতিবার আবুধাবির একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানরা।...