৪৭তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। অথচ নিয়োগের পদ মাত্র ৩ হাজার ৪৮৭টি। সংখ্যার এই অমিলই বোঝায়, সরকারি চাকরির সবচেয়ে বড় এই পরীক্ষায় প্রতিযোগিতা কতটা তীব্র। এমন প্রতিযোগিতায় শুধু পড়াশোনা নয়, দরকার কৌশল ও সচেতনতা। কারণ, ছোট ছোট ভুলেই অনেকে পিছিয়ে পড়েন, হাতছাড়া হয় কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরি। বিসিএস পরীক্ষা হয় তিন ধাপে—প্রিলিমিনারি (এমসিকিউ), লিখিত ও মৌখিক। প্রতিটি ধাপে ভিন্ন প্রস্তুতি লাগে। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেটি পেরোনো মানে দীর্ঘ যাত্রায় প্রথম ধাপ অতিক্রম করা। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বেশি ভুল। অনেক সময় পড়াশোনা ভালো করেও শুধু কৌশল না জানার কারণে বা অমনোযোগিতায় পরীক্ষার্থীরা বাদ পড়ে যান। সবচেয়ে সাধারণ ভুল হলো, প্রশ্ন ঠিকমতো না পড়া। পরিচিত মনে হলেই তাড়াহুড়া করে উত্তর দিয়ে দেন অনেকে। ফলে...