আফরিনার (ছদ্মনাম) সঙ্গে তাঁর সহকর্মী সাবার (ছদ্মনাম) সম্পর্ক বেশ ভালো বলেই জানে সবাই। অন্তত একদিনের দুর্ঘটনার আগপর্যন্ত সবার সে ধারণাই ছিল। তবে সেই আফরিনাই একদিন সাবার পাঠানো ব্যক্তিগত কথার স্ক্রিনশট অন্য একজনকে পাঠাতে গিয়ে ভুলে সাবাকেই হোয়াটসঅ্যাপ করে ফেলেন। বুঝতে পারার পর তাড়াহুড়া করে ডিলিট করতে গিয়ে দেখেন, এরই মধ্যে সাবা সেটা সিন করে ফেলেছেন। একমুহূর্তের ছোট্ট এই ভুলে সাবা আফরিনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। ভুল করে পাঠানো এই একটি বার্তাই ঘুণ ধরিয়ে দেয় তাঁদের সম্পর্কে। আরেক ভুক্তভোগী তমাল (ছদ্মনাম)। তিনি বলছিলেন, ‘একবার তো বান্ধবীকে ফোন করে নিজের মতো হড়বড় করে কথা বলে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ওপার থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে বুঝে ফেললাম ওটা বান্ধবীর নয়, তার মায়ের কণ্ঠস্বর ছিল!’ একটু অন্যমনস্ক থাকার কারণে আমরা হয়তো অনেকেই এমন বিব্রতকর...