একাদশে চার পরিবর্তন নিয়ে।টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং করার সহস দেখাল বাংলাদেশ দল। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সুযোগ পাওয়া সাইফ হাসানের সৌজন্য দারুণ সূচনা করে টিম টাইগার্স। মাঝে তাওহিদ হৃদয় হাল ধরেন। তাতে ১৭০-১৮০ রানের আশা করেছিল লিটন দাসের দল। তবে শেষ দিকে লাল-সবুজ প্রতিনিধিরা জ্বলে না ওঠায় টাইগারদের ইনিংস থামে দেড়শর পরেই। আবুধাবির স্লো উইকেটের সুবিধা বল হাতে প্রথমেই নেন নাসুম আহমেদ। দ্রুতই দুই উইকেট তুলে নেন তিনি। এরপর চমক দেখান রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমানও জ্বলে ওঠেন। তারপরও ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলছিল। শেষ পর্যন্ত রোমাঞ্চের পসরা সাজিয়ে ম্যাচটিতে ৮ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। সেই সঙ্গে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরের আশাও বাঁচিয়ে রাখল টিম টাইগার্স।মঙ্গলবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে...