আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নিরাপত্তা নির্দেশিকা অনুসারে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং কার্যক্রমের শুরুতেই ‘নন-নিউক্লিয়ার টেস্ট’ (non newcleare test) সম্পন্ন করা বাধ্যতামূলক। এর মধ্য দিয়ে নিউক্লিয়ার ফুয়েল (জ্বালানি) ব্যবহার না করেই কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ, নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপ্রণালি যাচাই করা হয়। কিন্তু রূপপুর প্রকল্পে এসব পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়নি। প্রকল্পের নকশা অনুযায়ী পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করতে হবে Primary Circuit, Containment, Biological Shielding, Fuel Pellet ও Fuel Rod Cladding। এ ছাড়া সাপোর্ট সিস্টেম যেমন Compressed Air, Nitrogen-Oxygen Generation, Water Collection ও Purification, Standby Power এবং Water Intake System-এর কমিশনিংও বাধ্যতামূলক। HVAC সিস্টেমের কার্যকারিতা, যন্ত্রপাতির অবস্থান ও তাপমাত্রা নিয়ন্ত্রণও পরীক্ষা করে চালু রাখতে হয়। যার অর্থ, রূপপুরে এখনো বহু সাপোর্ট সিস্টেম ইনস্টল ও পরীক্ষা হয়নি। Instrumentation and Control System, Acoustic Leak...