মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্যামুয়েল উমতিতি। একটা বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে মাঠ থেকে উধাও হলেন ফরাসি ডিফেন্ডার। বরং বলা ভালো, ফুটবল ছাড়তে বাধ্য হয়েছেন উমতিতি। কারণ, লাগাতার ইনজুরি তার পথচলাকে কঠিন করে তুলেছিল। সেই দুঃখেই অবসরে গেলেন তিনি। এখন থেকে বিশ্বকাপ সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে করা উমতিতির আইকনিক গোলটিই মনে থাকবে সবার। তার একমাত্র গোলেই ২০১৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফ্রান্স। বিশ্বকাপও জিতেছিল। সেমিফাইনালে হেডে গোল করার পর কোমর দুলিয়ে নেচেছিলেন তিনি। পরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়েছিলেন উমতিতি। এখন থেকে সেসব কিছু সুখস্মৃতি হিসেবে মনে রাখবেন তিনি।বেলজিয়ামের বিপক্ষে গোলের পর স্যামুয়েল উমতিতি বলেছিলেন, ‘দুই বছর আগের ইউরোপিয়ান কাপের ফাইনালে হারের দুঃখটা এখনো মনের ভেতর জ্বালা ধরায়। সেই শোধটা নিতে হবে এবার। স্বপ্ন ছুঁতে আর একটা...