নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাবাসীর জন্য আজকের দিনটি কিছুটা অস্বস্তির হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যদিও আকাশে থাকবে মেঘের আনাগোনা এবং কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না, বরং সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি...