মানব ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে, যখন সভ্যতা ধ্বংসস্তূপে ভেঙে পড়েছে। চারদিক থেকে ধেয়ে এসেছে অন্ধকার, রক্তপাত, অমানবিকতা আর অবিচারের হিংস্র দাপট।মনে হয়েছে মানুষ যেন মানুষ নয়, বরং হিংস্র পশু। সেই ঘন কালো আঁধারের ভেতর হঠাৎই উদিত হয়েছে এক অবিনাশী আলো, যা কেবল একটি জাতিকে নয়, সমগ্র মানবজাতিকে দিশা দেখিয়েছে। সেটি হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন। যার আগমণে পৃথিবী পেয়েছে নতুন দিশা। আল্লাহ তাঁকে সম্বোধন করে বলেছেন—وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَـٰلَمِينَ “আমি তো আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি। ” (সুরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭) মক্কার বুকে হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম হয়েছিল এমন সময়ে, যখন গোত্রীয় যুদ্ধ ছিল নিত্যদিনের ঘটনা, সমাজ ছিল মদ ও জুয়ায় নিমজ্জিত, অমানবিকতার চরম রূপে পৌছে গিয়েছিল দাসপ্রথা। আর নারী ছিল অবমাননার প্রতীক। কন্যাশিশু...