বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি থাকাই যথেষ্ট নয়। এখন ক্যারিয়ার সাফল্যের মূল মাপকাঠি হলো নতুন দক্ষতা অর্জন।তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হলে শেখার বিকল্প নেই। সুখবর হলো—বিশ্বের অনেক চাহিদাসম্পন্ন দক্ষতাই আজ অনলাইনে একেবারে বিনা খরচে শেখা যায়। সবচেয়ে আলোচিত দক্ষতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং। গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিন্সির হিসাবে, জেনারেটিভ এআই প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ফলে কনটেন্ট তৈরি, ব্যবসার বিভিন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা, ডেটা বিশ্লেষণ কিংবা বাজার গবেষণার মতো ক্ষেত্রে এআই দক্ষতা অপরিহার্য হয়ে উঠছে। ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মতো পেশায় এর চাহিদা বাড়ছেই। আর শেখার জন্য রয়েছে Microsoft Learn, Google-এর AI for Everyone কিংবা ফোর্বসের তালিকাভুক্ত ফ্রি কোর্স। তবে কেবল প্রযুক্তিগত...