ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলনে থাকা লোকজন সোমবার থানা, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দেওয়া হয় বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলে। এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় লোকজন। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে তারা।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া জুলাই মাসের শেষদিকে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩০০ আসনে ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।...