‘বিষয়টা এভাবে দেখলে তো হবে না। তুই দ্যেখ, ইসলামের স্বর্ণালি সময়ে আব্বাসীয় বংশ বাদশাহ হারুনর রশিদের মতো বাদশাহ নিয়ে প্রায় পাঁচশ বছর দেশ পরিচালনা কোরেছেন। সারা বিশ্ব তখন ইসলামের প্রতি শ্রদ্ধায় কুর্ণিশ কোরেছে; ওমর খৈয়ম, আল জাবুর, আল বেরুনি, ইবনে সিনা, আবুল হাইত্তাম...’‘তো আন্নে কি বলতে চাচ্ছেন যে, আপনাদের দেশ পরিচালনার স্টাইল দেখে সারা বিশ্ব বাংলাদেশকে ছেলাম দিবে যে?’‘আরে আমি বলছিলাম আব্বাসীয় বংশ বাদশাহ হারুনর রশিদের মতো বাদশাহ নিয়ে প্রায় পাঁচশ বছর দেশ পরিচালনা কোরেছেন, আর আমাদের তো মাত্র চুয়ান্ন বছরের মতো, তাহলে আমাদের পাঁচশ না হোক একশ বছর সময় দিলেই আমরা সোনার বাংলাকে হীরার বাংলায় পরিণত করতাম।’‘ও বাব্বারে, এ্যমনে চলে না, আবার ত্যানা প্যেঁচায়া। মুক্তিযুদ্ধের শুরুতেই যারা দেশ পরিচালনার সুযোগ পাইল তাগোরে ফ্যামিলি শুদ্ধা ফুডা কোরলেন, সারা দেশে একটা...