শৈশবেই সাঁতার, শাস্ত্রীয় নৃত্যসহ নানা বিদ্যা রপ্ত করেছিলেন শ্রিয়া পিলগাঁওকর। তবে বাবা শচিন পিলগাঁওকর আর মা সুপ্রিয়া পিলগাঁওকরের পথ অনুসরণ করে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজনা, পরিচালনা আর লেখালেখিতেও সমান আগ্রহী এই তারকা। তবে অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছেন ভারতীয় গণমাধ্যম নব ভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী হয়ে ওঠার যাত্রা, সাফল্য-সংগ্রাম আর ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। মারাঠি ছায়াছবি ‘একুলটি এক’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন শ্রিয়া। তবে বলিউডে তাঁর অভিষেক হয় শাহরুখ খানের হাত ধরে, কিং খানের ‘ফ্যান’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মারাঠি, এমনকি ফরাসি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে সর্বাধিক...