গাজীপুর সাফারি পার্ক, এক সময়ের জীববৈচিত্র্যে সমৃদ্ধ স্থানটি এখন ক্রমশ তার আকর্ষণ হারাচ্ছে। অব্যবস্থাপনা, অবহেলা ও তদারকির অভাবে প্রাণীর সংখ্যা কমছে, দর্শনার্থীদের সমাগম কমছে এবং দালালদের হয়রানি বাড়ছে। স্থানীয়রা বলছেন, কর্র্তৃপক্ষের উদাসীনতা ও প্রাণীদের প্রতি অবহেলার কারণেই পার্কটির বর্তমান বেহাল দশা। ঢাকা ও আশপাশের এলাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রাণীদের বিরল অভিজ্ঞতা উপভোগ করতে চান, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনা নষ্ট আর প্রাণীরাও রুগ্ণ। শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে ইন্দ্রপুরে প্রায় ৪ হাজার একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে ছোট টিলা ও শালগাছের সারি। পার্কটি পাঁচটি অংশে বিভক্ত : স্কয়ার, কোর সাফারি পার্ক, বায়ো-ডাইভার্সিটি পার্ক, সাফারি কিংডম ও এক্সটেনসিভ এশিয়ান সাফারি পার্ক। কোর সাফারি’র প্রধান আকর্ষণ, যেখানে বিশেষ বাসে চড়ে বাঘ, সিংহ, ভাল্লুকসহ আফ্রিকান প্রাণী দেখা যায়। কিন্তু...