বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের জন্য বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯.১ এর ‘ক’ এবং ‘খ’ আবশ্যিকভাবে অনুসরণের জন্য দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এই চিঠি প্রেরণ করেছেন মাঠপ্রশাসন সংযোগ অধিশাখা-এর উপসচিব মু.মাহমুদ উল্লাহ মারুফ। প্রায় অনুরূপ চিঠি বিসিবিও প্রেরণ করেছে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছে। কাছাকাছি সময়েও বেশ কিছু জেলা ও ক্রীড়া সংস্থায় গঠিত অ্যাডহক কমিটির অনুমোদন এবং অ্যাডহক কমিটিতে সদস্য পদে পরিবর্তনকেও অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে আসন্ন বিসিবি নির্বাচনে সরকারের প্রচ্ছন্ন হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর গঠনতন্ত্র পরিপন্থী। ২৫ জন পরিচালক ৪ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট প্রশাসন পরিচালনা করেন, যাদের ভেতর ১০ জন প্রতিনিধিত্ব করেন দেশের...