২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাত্রা শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা ঢাকার ইন্ডিয়া হাউজে এ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভূগোল, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বন্ধনে অটুট। আরেকটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হলো ক্রিকেটের প্রতি ভালোবাসা।’ তিনি উল্লেখ করেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল চমকপ্রদ রূপান্তরের মধ্য দিয়ে গেছে। তারা প্রবল উদ্দীপনা নিয়ে উচ্চমানের ক্রিকেট খেলছে এবং নিজেদের দেশকে গর্বিত করছে।’ প্রণয় ভার্মা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নারীশক্তি ও তরুণ প্রজন্মের প্রতীক হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, এ দল বাংলাদেশের প্রতিটি কন্যাশিশুকে...