উয়েফার ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগে গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। লুইস এনরিকের দল শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আজ। লিগ পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে পিএসজি ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে খেলবে ইতালির ক্লাব আতালান্তার বিপক্ষে। এছাড়া আজ নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখ খেলবে চেলসির বিপক্ষে। লিভারপুল আতিথেয়তা দেবে স্পেনের দল আতলেতিকো মাদ্রিদকে। গেলবার চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ দল ইন্তার মিলানও মাঠে নামবে। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরেছে ইংলিশ ক্লাব চেলসি। এবার চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে নিজেদের শক্তির প্রমাণ চেলসি দিয়েছে কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে। ৩২ দলের সেই টুর্নামেন্টে শিরোপা জেতে চেলসি। ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলে এখনো অপরাজিত আছে এনজো মারেস্কার দল। দুটিতে জয়, দুটি ড্র করেছে ব্লুজরা। অপরদিকে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগাতে তিন ম্যাচ...