ডিপ্লোমাধারীদের সহিংস কর্মসূচির প্রতিবাদে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্য সাধারণ প্রকৌশলী শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের ৩ দফা দাবি হলো, সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ : শুধু ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না; উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ : ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে; প্রকৌশলী পদবির সুরক্ষা : বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি...