পয়লা সেপ্টেম্বর থেকে ডাচ কোচ সেগফ্রাইড আইকম্যানের অধীনে জুনিয়র হকি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদশ অনূর্ধ্ব-২১ দল। দুই সপ্তাহ শিষ্যদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বসেছিলেন ৬৬ বছর বয়সী কোচ। ৪০ জন থেকে সংখ্যাটা ২৬-এ নামিয়ে এনে মূলত কাজ করছেন অভিজ্ঞ কোচ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার দিকগুলো ভাবনায় রেখে কোচ পাঁচ কৌশলে শিষ্যদের প্রস্তুত করছেন ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে বসতে যাওয়া যুবাদের বিশ্বকাপের জন্য। আইকম্যান দায়িত্ব নেওয়ার আগে থেকেই অবশ্য মাঠে আছেন খেলোয়াড়রা। স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লব ও আশিকুজ্জামানের অধীনে মূলত ফিটনেস নিয়ে কাজ হয়েছে। একেবারে বিশ্বমানের না হলেও ফিটনেস সীমা যতটুকু তা নিয়েই বড় পরীক্ষার জন্য দলকে প্রস্তুত করার কথা বলেছেন আইকম্যান। বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে এফ গ্রুপে। যেখানে তাদের পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ...