আমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সার সংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তারা। এতে আমন ক্ষেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। তবে কৃষি বিভাগের দাবি, জেলায় সারের পযাপ্ত মজুত আছে। এ বছর বন্যা না হওয়ায় দু-একটি উপজেলার নিচু অঞ্চলে ধান এবং আগাম সবজি চাষের প্রস্তুতি চলছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ করছেন কৃষকরা। ফলে সারের চাহিদা বেড়েছে। এটা সংকট নয়, বরাদ্দের তুলনায় হঠাৎ চাহিদা বেশি হওয়ায় এমনটা ঘটেছে। বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। কিছু দোকানে সার মিললেও সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে নিতে হচ্ছে। ডিলারদের যোগসাজশে কৃত্রিম সংকট সৃষ্টি...