কুড়িগ্রাম জেলার রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। কার্ডধারী গ্রাহকের দাবি, চাল খুবই নিম্নমানের এবং খাবার অযোগ্য। সেই সঙ্গে ওজনেও কম দিচ্ছে গ্রাহকপ্রতি এক কেজি করে চাল। উপজেলায় ৪১ জন খাদ্যবান্ধব ডিলারের মাধ্যমে ৬টি ইউনিয়নের ২০,২০২ জন কার্ডধারীকে ৬০৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি উপকারভোগী কার্ডধারীকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও ডিলাররা গ্রাহক প্রতি এক কেজি করে চাল ওজনে কম দিচ্ছে। দুর্গন্ধযুক্ত পচা নিম্নমানের চাল বিতরণ করছে। উপজেলার ধর্মপুর গ্রামের ইদ্রিস আলী, আউয়াল, হাসান ও বকুল মিয়া জানান, এবার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিলার আল আমিন যে নিম্নমানের চাল দিয়েছে তা একেবারেই খাওয়ার অনুপযোগী। অনেকেই ওই চালের ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আরেক ভুক্তভোগী খেতারচর গ্রামের ফারুক হোসেন ওই...