বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনও হুঙ্কারই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই।’মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরের হাকিমপুর হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ডা. জাহিদ বলেন, ‘অনেকে এখনও ষড়যন্ত্র করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা করছে। এখনও ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন, হঙ্কার দেওয়া কোনও সমস্যা না গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন।’তিনি বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের...