চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক হাজার তেষট্টি শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৭৪ জন এবং হল সংসদ মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৮৯। তবে ভিপি জিএস ও এজিএস পদে কতজন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছে তা জানানো হয়নি।মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। যদিও বিকেল সাড়ে ৩টায় মনোনয়নপত্র বিতরণ শেষ সময় ছিল, তবুও শিক্ষার্থীদের উপস্থিতি বেশি বিবেচনায় মনোনয়নপত্র সংগ্রহ সময় বৃদ্ধি করা হয়।চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রথম দুইদিন মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও, গতকাল অধিক সংখ্যা...