রাজশাহীর বাগমারায় চাঁদা না পেয়ে নবাব হোসেন হোসেন বাচ্চু (৩২) নামে তাঁতী দলের এক নেতা নারায়ণ ভবানী (৫৭) নামে এক ব্যক্তিকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত নারায়ণ ভবানীকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর তাঁতী দলের নেতা বাচ্চুকে গ্রেফতারের দাবিতে থানায় অবস্থান নেন এলাকাবাসী। পরে জড়িত ব্যক্তিকে পুলিশ গ্রেফতারের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। বাচ্চু জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামে বাচ্চুর বাড়ি। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ আছে বলে জানিয়েছেন পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। এলাকাবাসী জানান, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামের বাসিন্দা নারায়ণ ভবানীর কাছে সপ্তাহখানেক আগে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বাচ্চু। তখন হুমকি দিয়ে নবাব বলেন,...