জাপানে বাংলাদেশি জনশক্তি প্রেরণের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘জাপান সেল’ নিয়েছে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত। গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়, সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সভায় জানানো হয়, জাপান সেলের কার্যক্রম ব্যাপক প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টিগোচর করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হবে। ফেসবুকে প্রচারিত হবে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাপানে নিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্য। জাপান টাইমসের তথ্য অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে জাপানে ১ কোটি ১০ লাখ কর্মক্ষম জনশক্তির ঘাটতি দেখা দিতে পারে। এ সুযোগ কাজে লাগাতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে— এনবিসিসি, জেবিবিআরএ ও কেডিএস। এ চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পূর্ণাঙ্গ পরিকল্পনা...