কমিটির বিরুদ্ধে গিয়ে বরিশাল নগরীর তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন দলীয় পদ-পদবি স্থগিত বিএনপি নেত্রী সাবেক এমপি বিলকিস জাহান শিরিন। মঙ্গলবার দলবল নিয়ে কলেজে গিয়ে জোর করে গভর্নিং বডির সভা করার চেষ্টা করেন তিনি। কিন্তু অধ্যক্ষসহ কমিটির কেউ না থাকায় ফিরে আসতে হয় তাকে। এ সময় অধ্যক্ষ, শিক্ষক ও কমিটির সদস্যদের মারধরের হুমকি দেন তার সঙ্গে থাকা এক অনুসারী। ফিরে আসার আগে প্রকারান্তরে বাধ্য করে সাদা কাগজে ১৯ শিক্ষকের স্বাক্ষর নেন শিরিন। এসব ঘটনা নিয়ে পরে সভা করে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন শিক্ষকরা। বিষয়টি লিখিতভাবে শিক্ষা উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্টদের জানানো হবে বলে জানিয়েছেন গভর্নিং বডির অন্য সদস্যরা। এসব নিয়ে কথা বলতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান শিরিন। জনব্যবহার্য পুকুর ভরাট করে দখলের চেষ্টাসহ...