৬৩৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব একনেকে উঠছে আজ * আশ্রয়কেন্দ্রগুলোয় বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় তৈরি করা হচ্ছে ৯০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এজন্য ৬৩৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এটি আজ বুধবার উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। খবর সংশ্লিষ্ট সূত্রের। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্যোগকালীন বিপদাপন্ন মানুষের জীবন ও তাদের মূল্যবান সম্পদের সুরক্ষা দেওয়া সম্ভব...