ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এমফিল প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, রাব্বানীর বৈধ ছাত্রত্ব না থাকায় ওই বছরের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তার জিএস পদে প্রার্থিতা বৈধ ছিল না। ফলে তার নির্বাচিত হওয়াটিও অবৈধ—এমন সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির এ সুপারিশ এসেছে ডাকসুতে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ। ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কারচুপির অনুসন্ধান, জড়িত ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ডাকসুর সদস্য পদ বাতিলের দাবিতে উপাচার্য বরাবর...