শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চে অনুষ্ঠিত হলো “জুলাই জনতার সমাবেশ”। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এ সমাবেশে গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদী আমলাদের উৎখাত, নুরুল হক নুরসহ জুলাই বিপ্লবীদের উপর হামলায় জড়িতদের বিচার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার। আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, এনডিপি সভাপতি কারী আবু তাহের, পিপলস্ পাওয়ার পার্টির সভাপতি ফখরুল ইসলাম, শাহবাগ থানা জামায়াত ইসলামী আমির শাহ মো. মাহফুজুল হক, শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম, শহীদ...