রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, কারা ঘটিয়েছে সেটা বলা যাচ্ছে না। তবে যারাই ঘটিয়ে থাকুক সেটি আতঙ্ক সৃষ্টির জন্য তা অনুমান করা যাচ্ছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে। এ বিষয়ে শেখ আবু হোসেন বাবু বলেন, বিস্ফোরণের সময় আমরা সপরিবারে বাড়িতেই ছিলাম। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয় দেখাতে হয়তো কেউ করে থাকতে পারে। এদিকে ঘটনার পরেই এক বিবৃতিতে অবিলম্বে বিস্ফোরণকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতারা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির...