খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম সহিদকে মনোনয়ন দিয়েছে। তরুণ প্রার্থী সহিদ ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হয়েছেন। আওয়ামী লীগের দুর্দান্ত ক্ষমতার সময়ও তিনি বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র জানায়, সহিদের ব্যক্তি জনপ্রিয়তার সঙ্গে সাংগঠনিক জনপ্রিয়তাকে যুক্ত করে এবার এ আসনে জামায়াত বিজয়ী হতে চায়। সে লক্ষ্যে দল নানামুখী তৎপরতা চালাচ্ছে। দলের অঙ্গ সংগঠন ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ, ওলামা দল, ব্যবসায়ী সংগঠন, ছাত্রী সংস্থা এবং মহিলা সংগঠনের নেতাকর্মীদের ব্লক ভাগ করে দেওয়া হয়েছে। এসব নেতাকর্মী দলে দলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটের প্রতিশ্রুতি আদায় করছেন। গ্রামে গ্রামে উঠান বৈঠক মতবিনিময়, ওয়াজ নসিহত এবং ইসলামিক সংগীত শুনিয়ে তারা ভোটারদের আকৃষ্ট করছেন। এতে দলের ভোট ব্যাংকে তারল্য...