চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট এক হাজার ৬৩ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ এবং হল সংসদের জন্য ৫৮৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে ভিপি, জিএস ও এজিএস পদে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন তা এখনও জানানো হয়নি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী। আজ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মনোনয়নপত্র বিতরণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যদিও নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা। তবে শিক্ষার্থীদের ভিড় বিবেচনায় কমিশন সময় বাড়িয়ে দেয়। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘প্রথম দুই দিন মনোনয়নপত্র সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক...