পাবনার ঈশ্বরদীতে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের তিনতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এক বছরের মধ্যে এ ভবনের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তিন বছরে মাত্র ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এদিকে, নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম অযত্ন-অবহেলায় নষ্ট হতে শুরু করেছে ভবনের নির্মাণসামগ্রী। জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের(এলডিডিপি) তত্ত্বাবধানে ২০২২ সালের নভেম্বরে ১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ঈশ্বরদীর হাসপাতাল রোডে তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বার্ডস কনস্ট্রাকশন। ২০২৩ সালের নভেম্বরে কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করার কথা থাকলেও তা করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৩ বছরে কয়েক দফায় পঞ্চাশ শতাংশ কাজ শেষ হলেও বর্তমানে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। সরেজমিনে ঈশ্বরদীর জেলা...