ভারত-যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবেই মিত্র; তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সে কথা আগের মতো খাটে না। এমনকি অতীতে নিজের বন্ধু বলে সম্বোধন করা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও পুরনো সুসম্পর্কে ভাটা পড়েছে এবং ট্রাম্প আরোপিত ৫০ শতাংশ শুল্কে পিষ্ট হচ্ছে নয়াদিল্লি। এতকিছুর পরও অবশ্য যুক্তরাষ্ট্রের শুল্কের কাছা নতি স্বীকার করেনি ভারত। উল্টো কৌশলী পন্থা অবলম্বন করে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করছে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও চলমান উত্তেজনার অবসানে বাণিজ্য আলোচনাও চালিয়ে যাচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনায় ফের বসার আগেই ভারতের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। প্রথমে রাশিয়ার তেল কেনায় শাস্তিস্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের উৎপাদিত ভুট্টা ক্রয়ের জন্য নয়াদিল্লিকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক...