দীর্ঘ নিষেধাজ্ঞা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর দেশের অন্যতম ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির (আইসিএস) দুইটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।সম্প্রতি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীরা ২৫টি আসনের মধ্যে ২০টি আসনে বিজয়ী হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স ২৩টি আসনে জয়লাভ করে, যার মধ্যে রয়েছে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদ।এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর, যা গত বছর একটি ছাত্র-আন্দোলনের মাধ্যমে সংঘটিত হয়। হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামী ও শিবিরকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং জানায়, সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার পর্যাপ্ত...