আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পুরো কাজটি করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় এবং আদালতকে ব্যবহার করে। পরে হাসিনা সংবাদ সম্মেলনে স্বীকারও করেন যে, তিনি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, ক্ষমতায় এলে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন। মঙ্গলবার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো জবানবন্দী দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রাষ্ট্রপক্ষের ৪৬ তম সাক্ষী হিসেবে জবানবন্দী শেষে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।। এ সময় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আজ সকালে আদালত শুরু হলে মাহমুদুর রহমান তার দ্বিতীয় দিনের অসম্পূর্ণ জবানবন্দী শেষ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা...