আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন। বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশ আমদানি করেছে। বাংলাদেশ থেকে সততা ফিশ ৩ দশমিক ৬ মেট্রিক টন, তানিশা এন্টারপ্রাইজ ১ দশমিক ৪ মেট্রিকটন, বিশ্বাস এন্টারপ্রাইজ ১২ দশমিক ২ মেট্রিকটন, লাকী ট্রেডিং ১৬ দশমিক ৮ মেট্রিকটন ও স্বর্ণালি এন্টারপ্রাইজ ৪ মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানি করেছে। স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি সাইফুর রহমান বলেন, আজ আমাদের কোম্পানি থেকে মোট ৪ টন ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। আমরা নিশ্চিত করেছি-...