সরকার চড়া সুদে ঋণ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের পুরোনো ঋণ পরিশোধ করছে। পুরোনো ঋণের পরিমাণ ১২ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এই সরকার ঋণ নিয়েছে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা। এর বড় অংশ ব্যয় হয়েছে পুরোনো ঋণ পরিশোধে। এটা করতে গিয়ে একদিকে সরকারের ব্যয় বাড়ছে, অন্যদিকে রাজস্ব আয় কম হওয়ায় রাষ্ট্রীয় কোষাগারে টান পড়ছে। সরকারের ধার বৃদ্ধির জন্য তিন কারণ শনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে-রাজস্ব আদায় কম ও ব্যয় বৃদ্ধি, গত সরকারের নেওয়া বেপরোয়া বকেয়া ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাওয়া এবং চড়া মূল্যস্ফীতির কারণে টাকার মান নিম্নমুখী হওয়া। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। অর্থনৈতিক সংকট...