তিন দফা স্থগিতের পর কৌশল পালটে এবার ঢাকায় নিলাম হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার লুট হওয়া ১১০ কোটি টাকার বালি পাথর। মঙ্গলবার বিকালে বাংলাদেশ খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) সভা কক্ষে অতি গোপনে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মঙ্গলবারের নিলাম সম্পন্নের তথ্য জানালেও নিলামে কতজন অংশ নেন, সর্বোচ্চ দরদাতা হিসাবে কত টাকায়? কে পেয়েছেন? সেসব তথ্য মঙ্গলবার সন্ধ্যা অবধি জানাতে পারেননি তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। ইউএনও মেহেদী হাসান মানিক জানান, সহকারী কমিশনার ভূমি নিলামসংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে বিএমডির সঙ্গে যুক্ত ছিলেন। তাহিরপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, আমি নির্ধারিত সময়ের অনেক পরে বিএমডির নিলাম ডাকে যুক্ত হই, নিলাম ডাক শেষ হয়েছে তবে বিস্তারিত বিএমডির লোকজন বলতে পারবেন। মঙ্গলবার নিলাম আহ্বানকারী খনিজসম্পদ উন্নয়ন...