পায়ুপথের রোগ ‘পাইলস’ সমস্যা নিয়ে ৮ সেপ্টম্বর দুপুরে একজন নারী ফরিদপুর জেলা শহরের ঝিলটুলী এলাকার সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. ফজলুল হকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিন্তু ওইদিন সন্ধ্যায় হাসপাতালের আরেক চিকিৎসক ডা. নজরুল ইসলাম শোভন তার শরীরে অস্ত্রোপচার করেন। তবে পাইলসের পরিবর্তে ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করেন তিনি। এ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে জেলার চিকিৎসক নেতারা ছুটে যান। তারা রোগীর শারীরিক পরীক্ষা করে দ্রুত ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে পাঠান। ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ ঘোষণা করেন। এরই মধ্যে চিকিৎসক নজরুল ইসলাম শোভন পালিয়ে যান। শুধু ফরিদপুরের ওই রোগীই নন, প্রতিদিন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে অনেকেই এভাবে ভুল চিকিৎসার শিকার হন। যা সহসা প্রকাশ পায় না। মূলত চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়োজিত চিকিৎসক,...