জুলাই মাসের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ। অথচ তারই স্বভাব-চরিত্র ভালো বলে প্রত্যয়নপত্র দিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। ওসির দাবি, স্থানীয় বিএনপি নেতাদের ‘সুপারিশে’ তিনি এমন কাজ করেছেন। তবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। রিয়াদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকা দিঘির বাসিন্দা। বর্তমানে তিনি শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দলীয় কোনো পদ না থাকলেও তিনি দীর্ঘদিন ধরেযুবলীগের ছত্রছায়ায় সক্রিয় রাজনীতিকরেছেন এবং এখনো ঘনিষ্ঠ বলে পরিচিত কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জাহেরের।তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সভাপতি আবু তৈয়বেরও একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের প্রায় প্রতিটি কর্মসূচিতে রিয়াদের সরব...