উচ্চমাধ্যমিক সম্পন্ন করে জীবিকার তাগিদে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন- এমন নয়জন তরুণীকে উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার ব্যবস্থা করেছে টিম গ্রুপ। পোশাক শ্রমিকদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ইন্ডিটেক্সের বৃত্তির আওতায় তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। এই তরুণীরা একসময় পোশাকের মান নিয়ন্ত্রণ, সেলাই মেশিন পরিচালনা এবং উৎপাদনে ব্যস্ত থাকতেন। তারা সবাই এখন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (অ্যাইউডব্লিউ) শিক্ষার্থী। টিম গ্রুপ ও পোশাক ব্র্যান্ড ইন্ডিটেক্সের সহযোগিতার এটি সম্ভব হওয়ার তথ্য দেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। উচ্চশিক্ষায় ভর্তি হওয়াদের মধ্যে নিশাত আঞ্জুম নিঝুম জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, সুমাইয়া আক্তার জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, সুমাইয়া মিশু জুনিয়র অপারেটর, মৌসুমী আক্তার জুনিয়র অপারেটর, নিপা মনি আক্তার জুনিয়র সুই ইস্যু গার্ল এবং মুমতারিন ফেরদৌস ছিলেন টিম গ্রুপের প্রতিষ্ঠান ফোরএ ইয়ার্ন ডাইংয়ে। অপরদিকে তৃষা মনি জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর, তানিয়া আক্তার জুনিয়র...