আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানির প্রথম চালানে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাতটি ট্রাকে করে এসব ইলিশ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল— বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে।রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সততা ফিশ (৩.৬ মেট্রিক টন), তানিশা এন্টারপ্রাইজ (১.৪ মেট্রিক টন), বিশ্বাস এন্টারপ্রাইজ (১২.২ মেট্রিক টন), লাকী ট্রেডিং (১৬.৮ মেট্রিক টন) এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ (৪ মেট্রিক টন)।স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি সাইফুর রহমান বলেন, ‘আজ আমাদের কোম্পানির ৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। মাছগুলো মানসম্মতভাবে সংরক্ষণ করে পাঠানো হয়েছে। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা...