টাঙ্গাইল: টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অজ্ঞাতনামা চার-পাঁচ জন মুখোশধারী রাতে ওই বেকারিতে ঢুকে বেকারির মালিক বিএনপি নেতা আনিসুর রহমানকে খুঁজতে থাকেন। কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর...