আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের নাটকীয় জয় পেয়ে টিকে রইল বাংলাদেশ। মঙ্গলবার রাতের এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে গ্রুপ–‘বি’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। এখন সুপার ফোরের ভাগ্য নির্ধারণ হবে বৃহস্পতিবারের শ্রীলঙ্কা–আফগানিস্তান লড়াইয়ে।প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের ভরসা ছিলেন তানজিদ হাসান—৩১ বলে ঝোড়ো ৫২ রান, যেখানে চারটি চার ও তিনটি ছক্কা ছিল। সাইফ হাসান করেন ৩০, আর তাওহীদ হৃদয় যোগ করেন ২৬ রান। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমেদ নেন দুটি করে উইকেট।জবাবে আফগানিস্তান লড়াই করলেও নির্ধারিত ২০ ওভারে থামে ১৪৬ রানে। ওপেনার রহমনুল্লাহ গুরবাজ সর্বোচ্চ ৩৫ রান করলেও শেষ পর্যন্ত ম্যাচ ফিরিয়ে আনতে পারেননি। আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও রশিদ খান (১১ বলে ২০) কিছুটা আশা জাগালেও বাংলাদেশি...