নিষ্প্রাণ প্রথমার্ধের পর জমজমাট এক লড়াইয়ের দেখা মিলল আলিয়াঞ্জ স্টেডিয়ামে। দুই পাশেই হতে থাকল দুর্দান্ত সব গোল। দারুণ এক জয়ের সুবাস পাচ্ছিল যখন বরুশিয়া ডর্টমুন্ড, তখনই যোগ করা সময়ে দুই গোল করে পরাজয়ের মুখ থেকে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল ইউভেন্তুস। ঘরের মাঠে ৯৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিল ইউভেন্তুস। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা, নাটকীয়তায় ভরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ৪-৪ গোলে। এই মাঠেই দর্শকরা আরেকটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হয়েছিল গত শনিবার; সেরি আর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছিল ইউভেন্তুস। এবারের লড়াইয়ে সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথম পাঁচটি হয়েছে ২২ মিনিটের মধ্যে, ১০ মিনিটের মধ্যে পরের তিনটি। বলের লড়াইয়ে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য ইউভেন্তুসের ১৯ শটের সাতটি ছিল লক্ষ্যে। ডর্টমুন্ড ১০টি শট নিয়ে...