জামায়াতে ইসলামী ও কয়েকটি ইসলামী দলের ‘জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব)’ দাবির আন্দোলনের মুখে এবার পাল্টা কৌশলে মাঠে নামছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এই সম্ভাবনাকে সামনে রেখে দলটি দেশে নির্বাচনী আবহ তৈরির কাজে নেমে পড়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যেই জনগণের সঙ্গে ঘনিষ্ঠ হতে, এলাকায় সক্রিয়ভাবে কাজ করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে নির্বাচনমুখী করতে “ঘরে ঘরে যাওয়ার” কর্মসূচির কথাও ভাবা হচ্ছে, যেখানে নারী নেতাকর্মীদেরও ব্যাপকভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জামায়াতসহ কয়েকটি ইসলামি দলের জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি নিয়ে কর্মসূচি ঘোষণার পর বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, এই ইস্যুতে মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থায়ী কমিটির...