ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত হতে পারেনি। কিন্তু অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো পুঁজিবাজারের প্রতি গভীরভাবে মনোযোগ দিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআিই) অফিসে সংগঠনটির পরিচালনা পর্ষদের সঙ্গে ডিএসই প্রতিনিধিদলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুঁজিবাজারের উন্নয়ন, এসএমই কোম্পানি তালিকাভুক্তকরণ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, নতুন আর্থিক পণ্য উদ্ভাবন এবং স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে অর্থায়ন বিষয়ে আলোচনা হয়েছে। ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ব্যবসায় লাভক্ষতি রয়েছে। যেসব কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করেছে তাদের সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমাদের মতো দেশগুলোর অথবা আমাদের থেকে কিছুটা এগিয়ে থাকা দেশগুলোর সঙ্গে তুলনা করে আগামীর কর্মপন্থা নির্ধারণ করতে...