চট্টগ্রাম বন্দর ব্যবহারে মড়ার উপর খাঁড়ার ঘা: আমদানি-রপ্তানি ব্যয় বাড়বে দ্বিগুণ, বেশি ঝুঁকিতে পড়বে পোশাকশিল্প। বাড়বে ভোগ্যপণ্যের মূল্যও * ট্যারিফ পুনর্বিবেচনার জোর দাবি ব্যবসায়ী সংগঠনের কথা রাখলেন না নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এমন অভিযোগ চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের অনেকের। তারা যুগান্তরকে বলেন, ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা কথা দিয়েছিলেন ব্যবসায়ীদের ক্ষতি হয়-এমন কোনো ট্যারিফ বসাবেন না। প্রয়োজনে তিনি পুনরায় বৈঠক করে ব্যবসায়ী সংগঠনের দেওয়া প্রস্তাবনা পর্যালোচনা করবেন। সব পক্ষের জন্য মঙ্গলজনক হয়-এমন সিদ্ধান্তই তিনি নেবেন। কিন্তু সব আশা-ভরসা আর ব্যবসায়ীদের যৌক্তিক মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ৪১ শতাংশ ট্যারিফই বহাল রেখেছেন। এমনকি রোববার এ বিষয়ে গেজেট জারি করে সোমবার থেকে তা কার্যকর করা হয়। এ ঘটনায় মঙ্গলবার যুগান্তরের কাছে ব্যবসায়ী নেতাদের কয়েকজন...