১৯৬৩ সালে নাটক বেয়ারফট ইন দ্য পার্ক–এ অভিনয়ের মাধ্যমে রেডফোর্ড আলোচনায় আসেন, যা পরবর্তীতে ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ সালে দ্য স্টিং ছবিতে অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৮০ সালে তার পরিচালিত ওর্ডিনারি পিপল সিনেমাটি সেরা পরিচালক হিসেবে তাকে এনে দেয় অস্কার। একইসঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও জেতে। পরবর্তীতে ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনার জন্যও তিনি অস্কার মনোনয়ন পান। অভিনেতা হিসেবে তার স্মরণীয় কাজের মধ্যে অন্যতম আউট অব আফ্রিকা (১৯৮৫)। সাতটি বিভাগে অস্কারজয়ী এ ছবিতে রেডফোর্ডের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘ ক্যারিয়ারের শেষে তিনি ২০১৮ সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এর মাধ্যমে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন।...